বাজারে জাল টাকা রয়েছে : সংসদে অর্থমন্ত্রী


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশেও নোট জালকারী কিছু চক্রের অপতৎপরতায় বাজারে জাল টাকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

জাতীয় সংসদে সোমবার বিকেলে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জালকারীদের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তবে তা ব্যাপক নয়। জাল টাকার প্রাদুর্ভাব রোধে বিদ্যমান উপলব্ধ প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় এনে জালনোট প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।