গাজায় আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছে সৌদি


প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৫ জুলাই ২০১৪

ইসরায়েল হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছে সৌদি সরকার। এ লক্ষ্যে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটিতে ২০ কোটি সৌদি রিয়েল জমা করার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ আব্দুল্লাহ।

সৌদি আরবের অর্থমন্ত্রী ইব্রাহিম আল আসাফ জানিয়েছেন, ইসরায়েলির বর্বরতার শিকার ফিলিস্তিনের ওষুধ কেনা ও চিকিৎসা বাবদ এই অর্থ ব্যবহার করা হবে। গত একসপ্তাহে ইসরায়েল হামলায় হাজার হাজার নিষ্পাপ শিশু, নারী ও বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছে বলেও তিনি জানান।

দাবি করা হচ্ছে, ইসরায়েলি হামলায় গত সাত দিনে গাজায় ১৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১২ শতাধিক নিরীহ মানুষ।

প্রসঙ্গত,  সপ্তাহব্যাপী সহিংসতার পর গাজায় যুদ্ধবিরতিতে মঙ্গলবার মিশরের প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। তবে প্রস্তাব প্রত্যাখান করেছে হামাস।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নিয়ে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোনো আলোচনাই হয়নি। যুদ্ধবিরতির এই প্রস্তাব ‘আত্মসমর্পণতুল্য’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।