ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন অব্যাহত রয়েছে। তবে সূচক কমলেও ডিএসই`র লেনদেন সামান্য বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অধিকাংশ সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষনে দেখা যায়, ডিএসই`র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই ৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৭ কোটি টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪৪ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৫০ সূচক দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৮ লাখ টাকা। সিএসইতে মোট ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।