ঢাকায় রাজপুত্তুরের প্রথম দর্শন


প্রকাশিত: ১০:০৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।

৫৬ মিনিট দৈর্ঘের ‘রাজপুত্তুর’ সংষ্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য ফিচার ফিল্ম। এটি নির্মাণ করেছেন টোকন ঠাকুর। চলচ্চিত্রটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকার দর্শকদের সামনে।

২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩০টি দেশের দেড়শতাধিক চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে আজ সোমবার (২৫ জানুয়ারি) প্রদর্শিত হবে ‘রাজপুত্তুর’। শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

নির্মাতা টোকন ঠাকুর বললেন, ‘ঢাকাতে এটিই রাজপুত্তুরের প্রথম শো। খুব শিগগিরই শিল্পকলা একাডেমির মাধ্যমে চলচ্চিত্রটি সারাদেশে মুক্তি পাবে।’

তিনি এর গল্প সম্পর্কে বলেন, ‘কবিগুরুর গল্পগ্রন্থ ‌‘সে’র ১৩ ও ১৪ তম অধ্যায় থেকে ‘রাজপুত্তুর’ ছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। গল্পে দেখা যাবে ‘রাজপুত্তুর’ ছবির ছোট্ট পুপেদি শালবনে গিয়ে খেলা করে তার খেলার সাথী সুকুমারের সঙ্গে। সে খেলা শুধুই খেলা নয়। কিছুটা বুঝি হৃদয়েরও বিষয়। কেননা, বয়সে ছোটরাও ভালোবাসা করে, কে ছোট ছিল না একদিন? কে ভালো বাসেনি কাউকে? গোপনে গোপনে, কোন মেয়েটি শালবনে ঘুরে বেড়ানো পুপেদি নয়? আর মনে মনে আমরা কে না রাজপুত্তুর!’

এ ছবির শুটিং হয়েছিল গাজীপুরের কাপাসিয়া থানার শালবনে। এ ছবির গল্পে শালবনই হচ্ছে মূল লোকেশন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কামালউদ্দিন কবির, চঞ্চল সৈকতসহ ১৩ জন শিশু-কিশোর, যাদের প্রায় সবারই প্রথম অভিনয় এটা।

প্রসঙ্গত, এর আগে ৫ম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।