হালদা থেকে ১২ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৪ জুন ২০২২
হালদা নদী থেকে জব্দ করা হচ্ছে জাল

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়েছে নৌ-পুলিশ।

অভিযানে ১২ হাজার মিটার চরঘেরা জাল, দুইটি ঠেলাজাল জব্দ এবং ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার করা দুই হাজার পিস চিংড়ি রেণু পোনা পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হয়।

হালদায় অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, সোমবার সকাল ৬টা থেকে উরকিরচর, ছায়ারচর, কচুখাইন ও হালদা নদীর মোহনার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় জাল। এতে প্রায় ১২ হাজার মিটার জাল রয়েছে।

মা ও পোণা মাছ নিধনকারীদের বিরুদ্ধে হালদা নদীতে অভিযান এবং টহল অব্যাহত আছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।