তরুণীদের টানতে আইএসের নতুন অস্ত্র সুদর্শন পুরুষ


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এবার পশ্চিমা তরুণীদের জিহাদে আকৃষ্ট করতে নতুন অস্ত্র ব্যবহার করছে। আইএসের সুদর্শন জঙ্গিদের সঙ্গে তরুণীদের বিয়ের প্রলোভন দেখিয়ে দলে আকৃষ্টের নতুন এ কৌশল ব্যবহার হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট অনুপ্রাণিত ব্লগগুলোতে জিহটি শব্দটি এখন বেশ জনপ্রিয়। সুদর্শন পুরুষদের জিহটি নামে ডাকছে আইএস। আইএসের ব্লগগুলোতে সুদর্শন পুরুষের সঙ্গে বিয়ের টোপ দেখিয়ে পশ্চিমা তরুণীদের নিজেদের আদর্শের দিকে আকর্ষণ করা হয়। এই প্রসঙ্গে বার্ড অফ জেনা নামে একটি ব্লগের কথা উল্লেখ করেছে সিএনএন। ব্লগটি শাম নামে এক নারীর।

ওই নারীর দাবি, তিনি একটি পশ্চিমা দেশের নাগরিক ছিলেন। ইসলামের আদর্শে আকৃষ্ট হয়ে আইএসে যোগ দেয়া মনস্থির করেন। পরে সিরিয়া পৌঁছে এক সুদর্শন জিহাদির সঙ্গে তার বিয়ে হয়। নিজের বিবাহিত জীবনের সুখ শান্তির নিয়মিত ফিরিস্তি থাকে তার ব্লগে। থাকে আকর্ষণীয় লে-আউটে তৈরি করা নানা উদ্ধৃতি ও পোস্টার।

ওই ব্লগের কিছু অংশ উদ্ধৃত করে সিএনএন বলছে, সেখানে শাম তার স্বামীর সঙ্গে প্রথম পরিচয়ের মুহূর্ত বর্ণনা করেছে। লেখা হচ্ছে , `(কথা শুরু করার ) কয়েক মিনিট পর আমি আমার চোখের উপর থেকে নিকাব সরিয়ে ফেলি। ও আমার দিকে তাকায়। আমাদের চোখাচোখি হওয়া মাত্রই আমার হৃদয় আলোর চেয়েও বেশি গতিবেগে দৌড়াতে শুরু করে।

প্রায় রোম্যান্টিক উপন্যাসের মতো ভাষায় লেখা এসব ব্লগে পশ্চিমা দেশগুলোতে বিভ্রান্ত কিশোরীদের মনে আইএস খিলাফত সম্পর্কে আগ্রহ জাগাতে সাহায্য করে, আর তার পুরোভাগে রয়েছে ওই সুদর্শন জঙ্গিদের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি।

গত বছর অাগস্টে ব্রিটেন থেকে তিন কিশোরীর সিরিয়ায় পালিয়ে যাওয়া নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা হয়।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।