বাড্ডায় ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

রাজধানীর বাড্ডা এলাকার একটি বাড়ি থেকে বিদেশে যোগাযোগ স্থাপনের অবৈধ সরঞ্জাম (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটকল-ভিওআইপি) উদ্ধার করেছে র‌্যাব-২। সোমবার সকালে র‌্যাবের এক অভিযানে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় তিনজনকে আটক করেছে র‌্যাব। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
 
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এক বার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আজ (সোমবার) দুপুর ১টায় র‌্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
 
এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।