সেবা সহজ করতে নিরাপদ আইটি অবকাঠামো জরুরি: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহকের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আইটি অবকাঠামো ছাড়া স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার প্রতিষ্ঠা করা কঠিন হবে। নিরাপদ ও বিশ্বাসযোগ্য একটি আইটি অবকাঠামো সেবা সহজীকরণ করতে অপরিসীম অবদান রাখবে।
শনিবার (১১ জুন) অনলাইনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের ডাটা সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করা বাঞ্ছনীয়। এ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট দপ্তর হতে সনদ নিয়ে নিয়মিত অডিট করার ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে ডামি কেস স্টাডিও করা যেতে পারে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে রাজশাহী অঞ্চলে বিদ্যুতের চাহিদা তিনগুণ বেড়ে যাবে। এজন্য এখনি প্রয়োজনীয় প্রকল্প নেওয়া দরকার। রাজশাহীতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ শুরু করতে পারলে শহরটি আরও সুন্দর ও আধুনিক হবে।
এসময় সব বিতরণ কোম্পানির জন্য একটি ইউনিক কল সেন্টার করার গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎসচিব মো. হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বক্তৃতা করেন।
এমআইএস/এএএইচ