শহীদ মিনার নেই ৩৯ হাজার প্রাথমিক বিদ্যালয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১১ জুন ২০২২
ফাইল ছবি

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়ার জন্য শহীদ মিনার নেই দেশের ৩৮ হাজার ৯১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের নির্দেশনা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে যেসব বিদ্যালয়ে খোলা জমি রয়েছে সেখানে শহীদ মিনার স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা যায়।

মন্ত্রণালয় থেকে আরও জানা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই রকম শহীদ মিনার নির্মাণ করবে সরকার। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শহীদ মিনারের নকশা এলজিইডি তৈরি করবে। নকশা চূড়ান্ত হলে পরবর্তীসময়ে কার্যক্রম গ্রহণের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা যায়, সারাদেশ ৬৫ হাজার ৫৬৬টি সরকারি ও জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৬৫২টি বিদ্যালয়ে শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। দেশের ৩৮ হাজার ৯১৪ টি বিদ্যালয়ে নির্মাণ করা হয়নি। সে কারণে শিক্ষার্থীদের মধ্যে শহীদ মিনার ও ৫২’র ভাষা আন্দোলনের চেতনার বাস্তবতা তুলে ধরা সম্ভব হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সব বিদ্যালয়ে তা নির্মাণ করার দাবি জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, সব সরকারি বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশে ২৬ হাজার ৬৫২টি বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে। বর্তমানে এর নকশা তৈরির কাজ চলছে। সেটি চূড়ান্ত হলে পরের পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আগে এটি বিদ্যালয়ের কমিটির ওপর দায়িত্ব থাকায় অনেকে তা নির্মাণ করেনি। অনেক স্থানে আবার জায়গার সমস্যা রয়েছে। যেসব বিদ্যালয়ে খোলা জায়গা রয়েছে সেখানে শহীদ মিনার গড়ে তোলা হবে।

এমএইচএম/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।