দেলদুয়ারে দাফনের দুই মাস পর গৃহবধূর লাশ উত্তোলন


প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দাফনের দুই মাস পর কবর থেকে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। রোববার উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতুলি উত্তর পাড়া থেকে লাশটি উত্তোলন করা হয়।

দুই মাস পূর্বে কাতুলি গ্রামের বিল্লালের স্ত্রী লাবনী (২২) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন প্রচারণায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ওই সময় ময়নাতদন্ত রিপোর্টে বিষয়টি অপমৃত্যু বলেই জানা যায়। কিন্তু লাবনীর ভাই উজ্জল তার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন।

সেই সঙ্গে লাশ উত্তোলন করে পুনঃময়না তদন্তের জন্য আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসলাম উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হলেও উজ্জল বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের এবং লাশ উত্তোলনের আবেদন করেন। আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে পুনঃময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।