জহর প্রদেশে কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে মালয়েশিয়ার জহর প্রদেশ বিএনপি।
কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার স্থানীয় সময় রাত ৮টায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জহর প্রদেশ শাখা কমিটির সভাপতি এম জে আলম, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এম এ মান্নান, সহসভাপতি মোস্তফা হোসেইন, সংগঠনিক সম্পাদক, মো. জিল্লাল হোসেন।
এছাড়া জহর প্রদেশের সকল আঞ্চলিক শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বিএ