এ্যাপোলো ইস্পাতের পরিচালকদের জরিমানা


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত এ্যাপোলো ইস্পাত লিমিটেডের ৬ পরিচালকের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হওয়ার কারণে কোম্পানিটির চেয়ারম্যানসহ ৬ পরিচালককে এ জরিমানা করেছে বিএসইসি।

যেসব পরিচালকরা জরিমানার কবলে পড়েছেন তারা হলো-  কোম্পানিটি চেয়ারম্যান ও পরিচালক দ্বীন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আনসার আলী,  উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, পরিচালক এম এ মাজেদ, মো. শোয়েব ও মোহাম্মদ রফিক।

এসআই/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।