যুবাদের জন্য নতুন জার্সি হস্তান্তর করল ফ্রেশ


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

দেশের অন্যতম বৃহৎ ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) স্পন্সর বা পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তর করেছে। আজ (রোববার) চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এমজিআইয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ-এর লোগো সম্বলিত নতুন এই জার্সি হস্তান্তর করা হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পরিচালক তাহমিনা মোস্তাফা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের হাতে ফ্রেশ ব্র্যান্ডের লোগো সম্বলিত অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, এমজিআইয়ের নির্বাহী পরিচালক তাইফ-বিন- ইউসুফ, এমজিআইয়ের নির্বাহী পরিচালক(মার্কেটিং) আসিফ ইকবাল, বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশীপ স্বত্ত্বাধিকারী ও টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল এবং সাংবাদিক, বিভিন্ন ক্লাবের সদস্য ও ক্রিকেট সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান অনুষ্ঠানে বলেন, ‘আমাদের একটি বড় দায়িত্ব হলো ক্রিকেট খেলাকে এগিয়ে নেওয়া, যাতে চূড়ান্ত পরিণতিতে বিশ্ব ক্রিকেটের অন্যতম এক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারি। আমরা আশা করি যে, নতুন প্রজন্ম থেকে প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে। আমাদের নতুন যাত্রায় পার্টনার বা অংশীদার হওয়ার জন্য ফ্রেশ ব্র্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই।’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পরিচালক তাহমিনা মোস্তফা বলেন, ‘পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তরের এই অনুষ্ঠান আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। এই জার্সি গায়ে চাপিয়ে যারা মাঠে নামবে সে সব নবীন ক্রিকেটাররা হবে আমাদের ফ্রেশ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর বা পণ্যদূত। আমাদের মূল বার্তাই হলো, এগিয়ে যাওয়ার কোনো সীমা নেই, যখনই কোনো বাধা আসবে তখনই তা অতিক্রম করে যেতে হবে। আমরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করি। সে সঙ্গে আশা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বছরও সফলতম ক্রিকেট মৌসুম কাটাবে।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।