পাঠ্যপুস্তক বিতরণে অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাউশি


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬

বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের ক্ষেত্রে অর্থ আদায়কারী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এজন্য ২৭ জানুয়ারির মধ্যে মাউশিতে তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) সাখায়েত হোসেন বিশ্বাস জানান, ২০১৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ সুষ্ঠুভাবে শেষ করা হয়েছে। তবে কিছু কিছু মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠনের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতটি প্রতিষ্ঠান কোন শ্রেণির কতজন শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করেছে, সে তথ্য ২৭ জানুয়ারির মধ্যে মাউশিতে জানাতে অনুরোধ করা হয়েছে।

এনএম/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।