সকল স্থল ও নৌ বন্দরে রাসায়নিক পরীক্ষা কেন্দ্র তৈরির নির্দেশ
বিদেশ থেকে আমদানি করা ফল বিষাক্ত রাসায়নিকযুক্ত কিনা, তা পরীক্ষার জন্য দেশের সকল স্থল ও নৌবন্দরে কেমিকেল টেস্ট ইউনিট (রাসায়নিক পরীক্ষা কেন্দ্র) স্থাপনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের পূর্নাঙ্গ রায় প্রকাশের সময় এ নির্দেশ দেন আদালত। এর আগে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসাইনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রায়টি ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ওই রিটটি দায়ের করা হয়েছিল।