সাইবার থ্রেট রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক : তারানা


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

যে কোনো ধরনের সাইবার থ্রেট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।এর ফলে আপত্তিকর পোস্ট এবং ঝুকির তথ্য জানতে চাইলে ৪৮ ঘণ্টার মধ্যে তা ফেসবুক কর্তৃপক্ষ জানাবে।  

রোববার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।মূলত গত ১২ জানুয়ারি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করেন তারানা।    

তারানা বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে ফেসবুক কতৃপক্ষ। একই সঙ্গে কী ব্যবস্থা নিয়েছে তাও একই সময়ের মধ্যে আমাদের জানাবে তারা।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।