উদ্ধার মরদেহ ফায়ার ও নিরাপত্তাকর্মীর হতে পারে: ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সীতাকুণ্ড থেকে
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৭ জুন ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ৬১ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স। উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে একটি ফায়ার সার্ভিসের কর্মীর এবং অন্যটি বিএম কনটেইনার ডিপোর নিরাপত্তাকর্মীর হতে পারে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স চট্রগ্রাম বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ পাওয়া যায়। আগুনে তদের চেহারা বিকৃত হয়ে গেছে এবং পরনের কাপড় ও পরিচয়পত্র পুড়ে গেছে। তবে একজনের মরদেহ দেখে মনে হয়েছে সে ফায়ার সার্ভিসের কর্মী হতে পারেন। অপর মরদেহটি বিএম কনটেইনার ডিপোর নিরাপত্তাকর্মীর বলে ধারণা করা হচ্ছে।
তবে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, নিশ্চিতভাবে এখনো শনাক্ত করা যাচ্ছে না। তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে। পরবর্তীতে তাদের আত্মীয়দের সঙ্গে ম্যাচিং করে নিশ্চিত হওয়া যাবে।
জেলা সিভিল সার্জন জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্যমতে, মৃতের সংখ্যা ৪১। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিটি/এমএইচআর/এমএস