হাসপাতালে অস্ট্রেলিয়া কোচ লেম্যান


প্রকাশিত: ০৬:৪০ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

ডিপ ভেইন থ্রোম্বোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালিন সময়ে হাসপাতালে যেতে হয় অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যানকে। এর আগে ২০০৭ সালে খেলোয়াড় থাকা অবস্থায়ও এ সমস্যায় পড়েছিলেন লেম্যান।

শনিবার ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের অনুশীলনের সময় পায়ের পেছনের পেশি ফুলে যায় লেম্যানের। এরপর থেকে অসুস্থ বোধ করেন তিনি। পরে তাকে প্রিন্স আলবার্ট হাসপাতালে নেওয়া হয় বলে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের প্রধান জন ওরচার্ড।

আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। অসুস্থতার কারণে এ সিরিজে লেম্যানকে দলের বাইরেই থাকতে হচ্ছে। তার পরিবর্তে অজি দলের দায়িত্বে থাকবেন সহকারী কোচ মাইকেল ডি ভেনুটো।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।