চট্টগ্রামে বাস উল্টে ২৫ পোশাক শ্রমিক আহত


প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২৫ পোশাক শ্রমিক আহত হয়েছে। রোববার সকালে সাড়ে ৮টায় নগরীর শাহ আমানত সেতুর টোলবক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মরত সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) পংকজ সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জীবন মুছা/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।