সীতাকুণ্ড ট্র্যাজেডি: বিচার বিভাগীয় তদন্তের দাবি জাপার
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৫ জুন ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রোববার (৫ জুন) এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
জিএম কাদের বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতি অবাক ও হতবাক হয়েছেন। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বিশ্ববাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। এছাড়া আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের জন্য কমিটি গঠন করতে হবে।
জিএম কাদের অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এসএম/এমএএইচ/জিকেএস