কনটেইনার ডিপোতে মনিটরিং টিমের অবহেলা ছিল: নৌপ্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৫ জুন ২০২২

ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ হওয়া চট্টগ্রামের কনটেইনার ডিপোতে মনিটরিং টিমের অবহেলা ছিল- প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘এ ঘটনায় মনিটরিং টিমের অবহেলা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলতে পারছি না, আমরা কী পদক্ষেপ নেবো। আমি আশা করছি আজকের মধ্যেই প্রতিদনটি চলে আসবে। তারপর আমরা পদক্ষেপ নেবো।’

‘এখানে আলাদা কোনো বিষয় না। এখানে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ বা অন্যান্য যেসব অংশীজন আছে, আমরা একসঙ্গেই আছি। প্রাথমিকভাবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেহেতু কিছু নীতিমালা, বিধিমালা, আইন-কানুন মেনেই প্রাইভেট কন্টেইনার ডিপো সেটা এখানে আছে, আমি তো মনে করছি তাদের এখানে অবহেলাটা প্রাথমিকভাবে পরিলক্ষিত হচ্ছে।’

কর্তৃপক্ষ সঠিকভাবে ব্যবস্থা নিতো তাহলে এতবড় দুর্ঘটনা ঘটতো না মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আইএমডিজি নীতিমালা এবং আইএসপিএস যে কোড আছে, সে অনুযায়ী কনটেইনার ডিপো পরিচালনা করার কথা। যদি এ দুটি নীতিমালা ও কোড অনুসরণ করে যদি তারা পরিচালনা করে তাহলে এ ধরনের দুর্ঘটনা হওয়ার কোন কারণ নেই।’

জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এটা বলা যাচ্ছে না।’

এ ঘটনায় মামলা হবে কি না- এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন আসুক, এতগুলো মানুষ মারা গেলো, মামলা তো হবেই।’

আরএমএম/বিএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।