আকর্ষণীয় অফারের খোঁজে শেষদিনে পর্যটন মেলায় ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৪ জুন ২০২২
শেষদিনে পর্যটন মেলায় ভিড়

পর্যটন মেলার শেষদিনে আকর্ষণীয় অফারের খোঁজে ভিড় করেন পর্যটরা। মেলার বিভিন্ন স্টলে দেশ ও বিদেশ ভ্রমণে বিভিন্ন ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এসব ছাড়ের বিষয়ে জানতেই স্টলগুলোতে পর্যটকদের ভিড় করতে দেখা গেছে।

শনিবার (৪ মে) ছিল মেলার শেষদিন। এদিন দুপুরের পরপরই পর্যটকদের ভিড় বাড়তে থাকে।

সম্প্রতি বিয়ে করেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম। স্ত্রীকে নিয়ে হানিমুনে যাবেন মালদ্বীপ। হোটেল বুকিংসহ ভ্রমণের যাবতীয় খোঁজখবর নিতে এসেছেন পর্যটন মেলায়।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, খোঁজখবরের পাশাপাশি ডিসকাউন্টে হোটেল বুকিং, উড়োজাহাজ ভাড়া ও পুরোপুরি ভ্রমণ গাইড পেয়েছেন একাধিক স্টল থেকে। সবকিছু ভেবেচিন্তে যেটা সাশ্রয়ী, সেটাই নেবো। তার মতো আরও অনেকেই এদিন মেলায় আসেন।

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ শুরু হয়। মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণে বিভিন্ন ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

ট্রিপলাভারের এরিয়া ইনচার্জ ফাহমিদা আরা মাহমুদ জাগো নিউজকে বলেন, ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উভয় ধরনের ভ্রমণের ক্ষেত্রেই আমাদের বিশেষ ছাড় আছে। ফ্লাইটে আমরা ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। এছাড়া যারা আমাদের নতুন এজেন্ট হবেন তাদের জন্য যেকোনো এমাউন্ট রিচার্জে ৫০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে। এবার আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। মেলার শেষদিনে ভ্রমণপিপাসুদের আনাগোনাও বেড়েছে।

jagonews24

শেয়ার ট্রিপের অ্যাসিসট্যান্ট মার্কেটিং ম্যানেজার শামসুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা অভ্যন্তরীণ পর্যটনকে এবার গুরুত্ব দিচ্ছি। যে কারণে অভ্যন্তরীণ যেকোনো ট্রিপে ২০ শতাংশ ছাড় থাকছে। আমরা অভ্যন্তরীণ পর্যটনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এছাড়া মালদ্বীপ ও নেপালে প্রচুর প্যাকেজ আছে ডিসকাউন্টসহ। আমাদের অ্যাপ ও ওয়েব থেকেও উড়োজাহাজের টিকিট কেনা যাবে।

তিনি আরও বলেন, এবারের রেসপন্স অনেক ভালো। আশা করছি মেলার পরও এই রেসপন্স অব্যাহত থাকবে।

ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ এর টাইটেল স্পন্সর ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন।

এসএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।