ওয়াশিং মেশিনে ধুয়ে গেছে ৫ কোটি ডলারের ভাগ্য


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ জানুয়ারি ২০১৬

যুক্তরাজ্যের উস্টার শহরের একজন নারী দাবি করেছেন, তিনি পাঁচ কোটি ডলারের লটারি জিতেছেন। তার কাছে লটারির সেই টিকেটও আছে। কিন্তু সমস্যা হলো তার ওই টিকেট ছিল জিন্সের প্যান্টের পকেটে। পরে সেই কাপড় ওয়াশিং মেশিনে ধোওয়া হয়েছিলো। খবর বিবিসির।

যে নম্বরটি এ পুরস্কার জিতেছে ওই নম্বরটি লেখা আছে টিকেটের গায়ে তবে যে তারিখ, বারকোড এবং সিরিয়াল নম্বর দেয়া আছে সেগুলো সঠিক নয়। ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে টিকেটটি যে দোকান থেকে কেনা হয়েছিলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি যাচাই বাছাই করে দেখার জন্যে ওই টিকেটটি এখন লটারি আয়োজনকারী কোম্পানির কাছে পাঠানো হয়েছে। ওই কোম্পানি নিশ্চিত করেছে, লটারির ওই টিকেটটি উস্টার শহরের একটি দোকান থেকেই বিক্রি হয়েছে।

কোম্পানিটি বলছে, কেউ যদি দাবি করেন যে তার কাছে বিজয়ী টিকেটটি ছিলো কিন্তু সেটা হারিয়ে গেছে, কিংবা চুরি হয়েছে অথবা কাপড় ধোওয়ার সময় ওটা পকেটে থাকায় নষ্ট হয়ে গেছে তাহলে ৩০ দিনের মধ্যে তাকে কোম্পানির কাছে ওই দাবি করতে হবে।

যে দোকান থেকে টিকেটটি বিক্রি হয়েছে তার মালিক বলছেন, ধোওয়ার কারণে টিকেটের অবস্থা খুব খারাপ হয়েছে। তবে কোম্পানির নিশ্চয়ই ওই ক্ষমতা আছে এটা আসল টিকেট কিনা সেটা পরীক্ষা করে দেখার।

ঠিক কোন দোকান থেকে ওই টিকেট বিক্রি হয়েছে সেটা নিশ্চিত করবে বলে জানিয়েছে কোম্পানিটি। তখন বিজয়ীকে খুঁজে পাওয়া সহজ হতে পারে বলে ধারণা করছে তারা।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।