হালদায় অভিযান, দুই হাজার মিটার জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০২ জুন ২০২২

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধ মাছ ও পোনা শিকার বন্ধে অভিযান চালিয়েছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে হালদা নদীর মোহনা ও ছায়ার চর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ২ হাজার মিটার জাল জব্দ এবং পরে ধ্বংস করা হয়।

সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে হালদা নদীর ছায়ার চর এলাকার অভিযানে পাতানো অবস্থায় দুটি সুতার জাল পাওয়া যায়। এতে আনুমানিক দুই হাজার মিটার জাল ছিল। এসব জাল জব্দ করে ধ্বংস করা হচ্ছে। মা মাছ ও পোনা রক্ষায় হালদা নদীতে অভিযান ও টহল অব্যাহত রয়েছে।

ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।