ধান-চালের অবৈধ মজুতের তথ্য জানানোর অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ০২ জুন ২০২২
ফাইল ছবি

বোরো মৌসুমে চালের দাম বাড়ার প্রেক্ষাপটে ধান-চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। এ বিষয়ে একটি কন্ট্রোল রুমও খুলেছে খাদ্য মন্ত্রণালয়।

কন্ট্রোল রুমে অবৈধ মজুতের তথ্য জানাতে ০২-২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন।

বুধবার (১ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজারে চালের আড়তে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। বৃহস্পতিবারও (২ জুন) খাদ্য মন্ত্রণালয়ের পাঁচটি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে।

আরএমএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।