পর্যবেক্ষক ও সাবেক কমিশনারদের সঙ্গে সংলাপ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০১ জুন ২০২২
নির্বাচন কমিশন ভবন/ ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আগামী ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর ১২ জুন সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপ করবে সংস্থাটি।

বুধনার (১ জুন) ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্যে ৩০ থেকে ৩৫টি সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে। আগামী ৯ জুন বেলা ১১টায় নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হবে।

এছাড়া ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গেও সংলাপ করবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। ওই সংলাপে সাবেক ইসি সচিবদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে  নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি প্রথম অফিস করে নতুন কমিশন। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন।

সেই সিদ্ধান্তে আলোকে গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে সংলাপ করে ইসি।

এসএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।