সাড়ে ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ: আরডিএ'র এক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০১ জুন ২০২২
ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জুন) দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসাইন সংস্থাটির রাজশাহী জেলা কার্যালয়ে এ মামলা করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারায় শেখ কামরুজ্জামানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হলে দুদকের আদেশক্রমে তিনি তার সম্পদ বিবরণী দাখিল করেন।

পরে দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসাইন সেটি যাচাইয়ের পর কামরুজ্জামানের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন।

মামলার এজহারে বলা হয়, আসামি শেখ কামরুজ্জামান দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫ লাখ ১৩ হাজার ৯৩৪ টাকা মূল্যের সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপনপূর্বক মিথ্যা তথ্য দিয়েছেন।

এছাড়া সম্পদ বিবরণী অনুসন্ধান করে আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৭৩ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

এসব অপরাধে আসামির বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করে দুদক।

এসএম/এমপি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।