আজিজের জানাজা বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের নামাযে জানাজা শনিবার বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর রাতে আলীয় মাদরাসা মাঠে হবে দ্বিতীয় জানাজা।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই আওয়ামী লীগ নেতা।

দলের প্রচার উপ-কমিটির সদস্য আমেনা কোহিনূর জাগো নিউজকে বলেন, শনিবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরই তিনি ইন্তেকাল করেন। এম এ আজিজ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানান তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গত আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন এম এ আজিজ। ২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহানগরের সভাপতি নির্বাচিত হলে ওই কমিটিতে সহ-সভাপতি হন আজিজ।

একুশে অগাস্টের গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। তারপর থেকে তিনি এই দায়িত্বেই ছিলেন। ২০১২ সালে কাউন্সিল হলেও নতুন কমিটি গঠিত না হওয়ায় আজিজ আগের মতোই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এসএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।