টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ


প্রকাশিত: ০৯:১২ এএম, ২৩ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করার পর আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ১০ নম্বরে ছিল। সিরিজ শেষে এক ধাপ নেমে টাইগারদের অবস্থান এখন ১১ নম্বরে।

আইসিসির নতুন প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের ওপরে এখন স্কটল্যান্ড। ৬৬ পয়েন্ট নিয়ে দশে স্কটল্যান্ড। ৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বাংলাদেশ। ৮০ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেও ১৪ নম্বরে জিম্বাবুয়ে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।