‘আমি এখন বুড়ি দাদু’


প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে কাব স্কাউট সদস্যদের গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমি এখন বুড়ি দাদু। বাংলাদেশের ভবিষ্যৎ তরুণরাই। তাদের হাতেই দেশকে দিয়ে যাব। তারাই সোনার বাংলা গড়ে তুলবে।”

শনিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অষ্টম জাতীয় কাব স্কাউট ক্যাম্পুরির উদ্বোধন ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, “আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী জাতি। বঙ্গবন্ধু বলেছেন, আমাদের কেউ ‘দাবায়া’ রাখতে পারবে না। আমাদের এই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। আত্মবিশ্বাসী হয়ে সব কিছু জয় করতে হবে।”

সবাইকে জাতির প্রতি দায় নিয়ে সামনের পথ চলতে হবে বলেও জানান তিনি।
 
এএসএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।