হালদায় অভিযানে তিন হাজার মিটার জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৩১ মে ২০২২

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধ মাছ ও পোনা শিকার বন্ধে অভিযান চালিয়েছে নৌপুলিশ।

মঙ্গলবার (৩১ মে) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নদীর মোহনা ও কচুখাইন এলাকায় হালদা অস্থায়ী নৌপুলিশ ক্যাম্প এ অভিযান চালায়। অভিযানে অবৈধ তিন হাজার মিটার জাল জব্দ এবং ধ্বংস করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালের অভিযানে পাতানো অবস্থায় তিনটি সুতার জাল পাওয়া যায়। এতে আনুমানিক তিন হাজার মিটার জাল ছিল। এসব জাল জব্দ করে ধ্বংস করা হয়।

ইকবাল হোসেন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।