বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের তোহরাব আলীর ছেলে।

বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, উপজেলার আদাতলা সীমান্ত এলাকার ৪২৪/১০ আর পিলারের কাছ দিয়ে ২০/২৫ জনের এক দল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতে যায়। ফেরার সময় ভারতের ছয়শ গজ ভেতরে বিএসএফ-৩১ রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে গুলি চালায়। এ সময় অন্যরা বাংলাদেশে পালিয়ে আসলেও জয়নাল আবেদিন ঘটনাস্থলে মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় ইতিমধ্যে বিজিবির পক্ষে থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্যে চিঠি দেয়া হয়েছে।

আব্বাস আলী/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।