বাণী-বচন : ২৩ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

সঙ্গ
সুন্দর গৃহের চেয়ে সৎসঙ্গীই অধিক কাম্য। -রবাট গ্রীন

সঙ্গীহীন মানুষের মনের একটা দিক সব সময়ই খালি থাকে।– রবাট রয়েল

আনন্দের সঙ্গী আছে কিন্তু দুঃখ নিঃসঙ্গ।– রবাট নাথান

তুমি যদি একজন মানুষের কাছে অর্থ চাও তবে সৎ সঙ্গ দাও।– জন ফেরেল

ব্যক্তিগত জীবনে সঙ্গীহীন একজন জ্ঞানী ব্যক্তি প্রকৃতপক্ষে নিঃসঙ্গ নয়।– স্যার ফিলিপ সিডনি


প্রবাদ
সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা।
অর্থ : বহুবিধ সমস্যার সম্মুখীন ব্যক্তি-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।