জয়পুরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


প্রকাশিত: ১২:২৭ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু।

জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।

মেলায় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ৫১টি স্টল স্থান পায়। মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে তথ্য-প্রযুক্তিবিষয়ক নানা শিক্ষামূলক তথ্যাদি প্রদর্শন করা হচ্ছে।

এর আগে জয়পুরহাট কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাশেদুজ্জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।