মধুসূদন বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন


প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৬

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকীতে যশোরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলা শুরু হয়েছে। শুক্রবার রাতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে আধুনিকতার ছোঁয়া দিয়ে বাংলাকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন।

তার সাহিত্যে দেশাত্মবোধ জাগ্রত হয়। তিনি ইংরেজি ভাষার ভিতর বেড়ে উঠলেও সূদুর ভার্সাই নগরীতে বসে বাংলা ভাষায় সাহিত্য রচনার মাধ্যমে বাংলাকে সমৃদ্ধ করেছেন।

মধুকবির জন্মভিটায় আয়োজিত মেলার উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারি মমতাজ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক ও কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

আলোচনায় অংশ নেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, প্রাক্তন চেয়ারম্যান আমানত আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দেবাশীষ আইচ।

স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর। এর আগে প্রধান অতিথি মেলার মাঠে তোরণের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মধুমেলার উদ্বোধন ঘোষণা করেন।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।