ঢাবিতে ড্রীম শেয়ারিং কর্মসূচি অনুষ্ঠিত
আগামীর বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ড্রীম শেয়ারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঢাবির ডাকসু ভবনে স্বেচ্চাসেবী ও সামাজিক সংগঠন ‘ড্রীম বাংলাদেশ’ এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
ড্রীম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাকির আহমেদের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন শেয়ার করে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, উন্নত দেশগুলো যেভাবে তাদের মেধা ও আদর্শ দিয়ে সামনে এগিয়ে গেছে আমরাও চাই তরুণদের হাত ধরে উচ্চমানের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে। যেখানে থাকবেনা কোনো দারিদ্র্য, বেকারত্ব, ক্ষুধা, অশিক্ষা, কুশিক্ষা, বঞ্চনা, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার।
আব্দুর রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক মানুষ অবহেলিত, অধিকার বঞ্চিত এবং বিভিন্নভাবে নিপীড়নের স্বীকার হচ্ছে। এখনও অনেক মানুষ শিক্ষার আলো পায়নি। আমরা সে সকল প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বপ্নবাজ তরুণের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়।
এমএইচ/এএইচ/এমএস