অজুহাত দিতে রাজী নন মাশরাফি
প্রথম তিন ওভারেই চার উইকেট। ১৮০ রানের মত বড় টার্গেটে এটা বড় ধাক্কাই বটে। তবে তারপরও শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ দল। লড়াকু মনোভাবে খুশি হলেও দলের সামগ্রিক পারফরমেন্সে হতাশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ কারণে কোন আজুহাত দাঁড় না করেই জানালেন, মাঠে ভালো খেলতে না পেরেই হেরে গেছেন তারা।
টানা দুই জয়ের পর হঠাৎ পাঁচটি পরিবর্তনে দল পথ হারাল কি না জানতে চাইলে শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টি-টোয়েন্টিতে। প্রথম দুই ম্যাচের পর আবার যে রকম রিল্যাক্সড ছিলাম, ওরাও হয়ত তৃতীয় ম্যাচ জিতে ওরকম রিল্যাক্সড হয়ে গেছে। আমি আসলে দলের ব্যাপারে যাব না। যেই খেলুক, বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে আমরা পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। অজুহাত দেওয়ার আগে বলব তাই মাঠে ভালো না খেলাতেই আমরা হেরে গেছি।’
গত দুই ম্যাচেই বাংলাদেশ ভালো বোলিং করতে পারেনি। দুই ম্যাচেই ১৮০’র বেশি রান করায় আগেই চাপে পড়ে গেছে বাংলাদেশ। রান তাড়া করতে গিয়ে ব্যাটিং কখনো টপ অর্ডার কখনো মিডেল অর্ডারে ফ্লপ করেছে বাংলাদেশ। এই নিয়ে মাশরাফি বলেন, ‘শেষ দুটি ম্যাচ আমরা ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ে কিছু জায়গায় ভালো করেছি। তবে ব্যালেন্সিং ব্যাটিং আমরা দাঁড় করাতে পারিনি। একই ভাবে বোলিংও ভালো ছিল না।’
আরটি/আইএইচএস/এমএস