রামপুরায় গৃহকর্মীর আত্মহত্যা
রাজধানীর পশ্চিম রামপুরায় তানিয়া নামে এক গ্রহকর্মী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ১১টার দিকে ওয়াপদা রোডস্থ ১৮০ নং বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে রামুপরা থানা পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ওই কিশোরী কয়েক বছর ধরে ওয়াপ রোডস্থ এসএমএ মতিনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় সে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে মতিন নামের ওই বাড়ীওয়ালা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
রামপুরা থানার এএসআই আবু বকর জাগো নিউজকে বলেন, ওই কিশোরী কুমিল্লার মুরাগনগর থানাধীন বলিঘর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
জেইউ/এএইচ/এমএস