রাবিসাসের সভাপতি মাহবুব সম্পাদক রফিক


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২২ জানুয়ারি ২০১৬

দৈনিক প্রথম আলোর রাবি প্রতিনিধি মাহবুব আলমকে সভাপতি এবং বাংলানিউজটোয়েন্টিফোর ও দৈনিক সোনার দেশ এর প্রতিনিধি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৬-১৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাবিসাসের নয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসানের (ইত্তেফাক ও রাইজিংবিডি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা সদস্য আসলাম-উদ-দৌলা ও সদ্যবিদায়ী সভাপতি এমএ সাঈদ শুভ।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহসভাপতি-১ হাসান আদিব (যুগান্তর ও সোনালী সংবাদ), সহসভাপতি-২ মোস্তাফিজ মিশু (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ মানিক (বাসস), সাংগঠনিক সম্পাদক আবু জাফর (রেডিও পদ্মা), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম (নিউ নেশন), দফতর সম্পাদক মুস্তাফিজ রনি (বাংলাদেশ অবজারভার), তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদ রিন্টু (জাগো নিউজ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তালহা তারেক (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক সাঈদ হাসান রাজ (খবর ২৪ঘণ্টা), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ (মানবজমিন), কার্যকরী পরিষদ সদস্য-১ আসাদুজ্জামান রিফাত (সবুজ বাংলাদেশ), কার্যকরী পরিষদ সদস্য-২ সিরাজুস ছালেকিন (পরিবর্তন ডটকম)।

এছাড়াও এবারের এই কমিটিতে সম্মানিত সদস্য হয়েছেন রোকন রাকিব (কালের কণ্ঠ)। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এমএ সাঈদ শুভ (ডেইলি স্টার) ও সুজন নাজির (সকালের খবর)।

এদিকে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান ও জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রইউনিয়ন, ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক জোট, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

রাশেদ রিন্টু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।