বেসরকারি সেক্টরে বেতন বৃদ্ধির দাবি


প্রকাশিত: ০৬:৩০ এএম, ২২ জানুয়ারি ২০১৬

বেসরকারি সেক্টরে বেতন বৃদ্ধির জন্য নির্দেশনার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার কংগ্রেস। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছে যা বাস্তবায়নাধীন। প্রধানমন্ত্রীরর বক্তব্য অনুযায়ী ১২৩ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়।

তারা বলেন, যে যৌক্তিক কারণে বেতন ভাতাদি সরকার বাড়িয়েছে, ঠিক একই কারণে বেসরকারি সেক্টরে কর্মরত পেশাজীবী, ওয়ার্কার্স এবং শ্রমিকদের বেতন ভাতাদি বৃদ্ধি করা সময়ের দাবি। আমরা মনে করি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা জরুরি ।

কয়েক কোটি মানুষ ব্যাংক, বীমা,টেলিকম, বহুজাতিক কোম্পানিগুলোতে কর্মরত উল্লেখ করে বক্তারা বলেন, শুরুতে আকর্ষণীয় বেতন ভাতাদির কারণে মেধাবী তরুণরা বেসরকারি সেক্টরে যোগ দিচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বছরের পর বছর আমানুষিক পরিশ্রম করে যে তরুণ এই কোম্পানিগুলোকে লাভবান করেছে তার সুফল মালিক পক্ষ একাই ভোগ করছে।

তারা আরো বলেন, বেসরকারি চাকরিজীবীরা চাকরির নিরাপত্তাহীনতা, অযৌক্তিক বেতন-ভাতাদি নির্ধারণ,দীর্ঘ কর্মঘণ্টা, অযোক্তিক টার্গেট ইত্যাদি কারণে অসহায় বোধ করছেন। তাই অনতিবিলম্বে সরকারের তরফ থেকে বেসরকারি সেক্টরে বেতন বৃদ্ধির নির্দেশনা প্রদান করা জরুরি।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কল্পনা আক্তার, সদস্য সচিব মিয়া মাসুদ, সদস্য বাবলু আক্তার, সুব্রত কুমার প্রমুখ।

এএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।