নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


প্রকাশিত: ১০:২২ পিএম, ২১ জানুয়ারি ২০১৬

“দিন বদলের বইছে হাওয়া, ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রথম চাওয়া” এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় কমিশনার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

"
স্টল পরিদর্শনকালে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস ও প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রামের প্রতিনিধি সুপর্ণা রায়সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরে জিলা স্কুল অডিটোরিয়ামে মেলা উপলক্ষে এক আলোচনা সভা নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

"
সভায় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রতিনিধি সুপর্ণা রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অনুপম বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।