ভোলায় পুরস্কার পেলো ৪০ ক্ষুদে বিজ্ঞানী
ভোলায় বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে তিন শতাধিক ক্ষুদে বিজ্ঞানীদের অংশ গ্রহণের বিজ্ঞান মেলা। এদেও মধ্যে ৪০ জন পুরস্কার পেয়েছেন। তিন দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) ও ডিজিটাল মেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
বিশেষ গ্রুপে যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ক্ষুদে বিজ্ঞানী সংসদ থেকে শ্রেষ্ঠ হয়েছে। জুনিয়র গ্রুপে সরকারি উচ্চ বিদ্যালয়ের ইনজামুল হক (প্রথম), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহজিয়া আফরিন, (দ্বিতীয়), মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের মো. তাছলিম (দ্বিতীয়), মাছুমা খানক স্কুলের তানিয়া আক্তার, চরনোয়াবদ মুসলিম স্কুলের মো. বিপ্লব (তৃতীয়), এ রব স্কুলের জিন্নাতুল নাইম (তৃতীয়), টাউন কমিটি বাংলা স্কুলের টুটুল আহমেদ (তৃতীয়), সিনিয়র গ্রুপে সরকারি ফজিলতুননেসা মহিলা কলেজের ছাত্রী মারিয়া বিনতে বনি-আমিন (প্রথম), ভোলা কলেজের ছাত্র, ক্ষুদে বিজ্ঞানী সংসদ সদস্য সঞ্জিব (প্রথম), ভোলা কলেজের তানহা প্রমি (দ্বিতীয়), নাজিউর রহমান কলেজের ইশতিয়াক আহমেদ (দ্বিতীয়), সদর পলিটেকনিক ইনস্টিটিউটের আলমোক্তাদির (তৃতীয়), বাংলাবাজার ফাতেমা খানম কলেজের তালহা জোবায়ের (তৃতীয়) পুরস্কার লাভ করে। এ ছাড়া বিশেষ গ্রুপে আরো পুরস্কার পান স্বপ্ন চন্দ দে, সুবির পোদ্দারসহ ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধি।
অপরদিকে বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে দুদিনব্যাপি শিক্ষার্থীদরি মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া নানা অনুষ্ঠানের মধ্যেদিয়ে ডিজিটাল মেলারও সম্পাপ্তি টানা হয়। মেলা মঞ্চে সংগীত পরিবেশন করেন সুরেরধারা ও ভোলার শিল্পীরা।
এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, প্রবীণ সাংবাদিক আবু তাহের, নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দে, বিজ্ঞান মেলা উদযাপন কমিটির সম্পাদক, জাগো নিউজের জেলা প্রতিনিধি অমিতাভ অপু, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ জাহান জেব চৌধুরী, অধ্যক্ষ লিটন, জেলা তথ্য অফিসার নুরুল আমিন প্রমুখ।
অমিতাভ অপু/বিএ