নীলফামারীতে গুলিবিদ্ধ দুই ডাকাত আটক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ভুডুরদোলায় দুই ডাকাত সদস্যকে আটক করেছে র্যাব-১৩ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় র্যাবের মিডিয়া উইং সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেনি। তবে র্যাবের টিমটি এখনো অপারেশনে রয়েছে বলে জানান তারা।
এদিকে ওই এলাকার গ্রামবাসী জানান, দুপুর ১২টার দিকে ডাকাত ধরার জন্য কালিকাপুর গ্রামে অভিযান চালায় নীলফামারী র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। এ সময় ভুডুরদোলায় গুলির শব্দ পাওয়া যায়। পরে র্যাব সদস্যরা হাতে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ভাইকে আটক করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জাগো নিউজকে জানায়, র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের পক্ষে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারা মুঠোফোনে অভিযান অব্যাহত রাখার বিষয়টি অবগত করেন।
জাহেদুল ইসলাম/এআরএ/পিআর