কুমিল্লায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:১২ পিএম, ২১ জানুয়ারি ২০১৬

কুমিল্লার মুরাদনগরে কৃষক আবদুল মোমিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪নং আমলি আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৪ জুন মুরাদনগর উপজেলার কোদালকাটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পাওনা টাকা আদায়ের জের ধরে আবদুল মোমিনকে হত্যা করা হয়। একই দিন মোমিনের বাবা কালু মিয়া বাদী হয়ে প্রতিবেশি কাউসার মিয়া, রফিকুল ইসলাম, জাকির হোসেন, খলিল, লিপি আক্তার ও নুরজাহানকে আসামি করে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় বৃহস্পতিবার আদালত কাউসার মিয়া, রফিকুল ইসলাম, জাকির হোসেনকে যাবজ্জীবন ও খলিলকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। এ মামলায় লিপি আক্তার ও নুরজাহানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।