বিলুপ্ত ছিটমহলে ভূমির নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর


প্রকাশিত: ১১:৫০ এএম, ২১ জানুয়ারি ২০১৬

কুড়িগ্রামে অধুনালুপ্ত ছিটমহলসমূহের ভূমির কলমি নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের হাতে ছিটমহলের ভূমির কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য হস্তান্তর করেন ভূমি মন্ত্রাণালয়ের সচিব মেছবাহ উল আলম।

এ সময় ভূমি মেছবাহ-উল আলম বলেন, অধুনালুপ্ত ছিটমহলবাসীর জমির মালিকানা নিশ্চিত করতে প্রাক-জরিপ শেষে ডিজিটাল পদ্ধতির সাহায্যে চূড়ান্ত জরিপ ও ম্যাপ তৈরির কাজ শুরু করা হয়েছে। কারণ বিলুপ্ত ছিটমহলে বসবাসকারীদের কাছে এই মুহূর্তে জমির মালিকানার কোনো কাগজপত্র নেই। তাদের মালিকানা নিশ্চিত এবং ভোগান্তি দূর করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ৬৮ বছরের বঞ্চনার অবসান হলেও তাদের জমির মালিকানা সংক্রান্ত বিরোধ ও সমস্যার সমাধান হয়নি। বরং এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এজন্য তাদের জমির মালিকানা দেয়ার জন্য আমরা প্রাক-জরিপ করি। এ ব্যাপারে নির্দিষ্ট ফরম পূরণ করা হয়। বিবেচনা করা হয় দীর্ঘদিন থেকে ভোগ দখলের বিষয়টি। এভাবে খসড়া মালিকা তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য রেকর্ড করে বই তৈরি করা হয়। আর এ বই আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো।  
 
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিল।

নাজমুল হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।