চিকিৎসা শেষে বরগুনায় গুলিবিদ্ধ মহারাজ


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২১ জানুয়ারি ২০১৬

ঢাকা মেডিকেলে ১৯ দিন চিকিৎসার পর বরগুনা ফিরেছেন সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. কামরুল আহসান মহারাজ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। এসময় তার সঙ্গে গুলিবিদ্ধ হয়েছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের আরো ৭ নেতাকর্মী। গুরুতর আহত অবস্থায় অ্যাড. কামরুল আহসান মহারাজকে প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে মহারাজের আগমন উপলক্ষে শত শত কর্মী ও সমর্থক তাকে বরণ করে নেয়। বেলা ১১টার দিকে মহারাজ তার কর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে বরগুনার ফার্মেসী পট্টি এলাকায় আওয়ামী লীগ অফিসে যান। সেখানে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে সকল কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মহারাজ।

সমাবেশ শেষে বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন অ্যাড. কামরুল আহসান মহারাজ।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।