রামেকের ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ড
রাজশাহী মেডিকেল কলেজের ‘আয়েশা সিদ্দিকা’ ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই হোস্টেলের ৩০৫ নম্বর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আয়েশা সিদ্দিকা হলের শিক্ষার্থীরা জানান, হোস্টেলের ওই রুমটি তালাবদ্ধ ছিল। ভেতরে বৈদ্যুতিক হিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কক্ষের ভেতর থেকে বাইরে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখলে পাশের কক্ষের শিক্ষার্থীরা দমকল বিভাগকে সংবাদ দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, আগ্নিকাণ্ডের সময় কক্ষ তালাবদ্ধ ছিল। সে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ওই রুমের বইপত্র ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
শাহরিয়ার অনতু/এমজেড/পিআর