টাঙ্গাইলে আওয়ামী সমর্থিত মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা


প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইলের নব-নির্বাচিত পৌর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে স্থানীয় সিডিসি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে জেলার আটটি পৌরসভার আওয়ামীলী লীগ মনোনিত বিজয়ী সাতজন মেয়রের হাতে নৌকাখচিত ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও আট পৌরসভার আওয়ামী সমর্থিত নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।