এমন রূপেই থাকুক সাব্বির


প্রকাশিত: ০৪:২২ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিকভাবে রান করছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। টানা তিনি ম্যাচেই দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন তিনি। দারুণ ব্যাটিং করে বাহবা কুড়িয়ে নিয়েছেন অধিনায়ক ও সতীর্থদের।

দলের হয়ে সাব্বিরের এমন পারফরমেন্স নিয়মিত দেখতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের ১৮৭ রান তাড়া করতে নেমে ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন সাব্বির রহমান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই তরুণ ব্যাটসম্যানের প্রশংসা করতে গিয়ে অধিনায়ক বলেন, ‘সাব্বিরের ব্যাটিং আমাদের দলের জন্য খুবই ইতিবাচক। আমি আশা করবো সামনে আরও বড় মঞ্চে নিয়মিত এমন রান করতে পারবে সে। আমরা যখন আরও ভালো দলের বিপক্ষে মাঠে নামবো তখন ও যদি এভাবে রান করতে থাকে, আমার বিশ্বাস পেছনের ব্যাটসম্যানগুলো আরও বেশি সাবলিলভাবে ব্যাটিং করতে পারবে। তিন নাম্বারে এভাবে ব্যাটিং করা মানে পুরো দলকে চাপমুক্ত করে দেয়া।’

চার ম্যাচের এই সিরিজে এখন পর্যন্ত ১৩৯ রান করেছেন সাব্বির। প্রথম ম্যাচে ৪৬ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তবে দুই ম্যাচে অর্ধশত মিসের কষ্ট এদিন ভুলেছেন সাব্বির। ৩১ বলে দারুণ এক অর্ধশত করেন এই হার্ড হিটার। যদিও শেষ পর্যন্ত তার এই রান ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিলনা। তাই অধিনায়কের আশা ভবিষ্যতে আরও লম্বা করবে তার ইনিংস।

আরটি/আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।