আড়াইহাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি : বাবা-ছেলে আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মানিকপুর বাজার থেকে এদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার গহরদী গ্রামের মজিবুর রহমান (৪৫) ও তার ছেলে সফিকুল (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে গরুর মালিক মজিবুর মানিকপুর বাজারের কসাই জহিরের সঙ্গে কমদামে বিক্রির চুক্তি করেন। পরে বুধবার সকালে রোগাক্রান্ত গরু জবাই করে সেই মাংসগুলো নিয়ে মানিকপুর বাজারে আসেন মজিবুর ও তার ছেলে সফিকুল। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ মণ মাংসসহ বাবা-ছেলেকে আটক করা হয়।
ওসি আরো জানান, মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়। আর আটকদের নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি